গ্রামের শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কালার্স অব লাইফ’। শুক্রবার(১৪ ডিসেম্বর) সীতাকুণ্ড উপজেলার পূর্ব সৈয়দপুর ইউনিয়নে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘কালার্স অব লাইফ’ প্রেসিডেন্ট নাসরিন সুলতানা শাকিলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবকে সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ ফোরকান আবু।
সাংবাদিক ইলিয়াছ রিপনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম সেকান্দর হোসাইন। সংগঠনের সহ কোষাধ্যক্ষ গুলশান আক্তারের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বকোণের সীতাকুণ্ড প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তী, দৈনিক প্রথম আলোর সীতাকুণ্ড প্রতিনিধি কৃঞ্চ চন্দ্র দাস, সাংবাদিক সাইফুল মাহমুদ,হাকিম মোল্লা,সংগঠনের সহ-সভাপতি রাজিয়া সুলতানা আরজু, সেক্রেটারি কোহিনুর রহমান আশা,জয়েন্ট সেক্রেটারি কানিজ ফাতেমা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদস্য সুপ্রীতি কায়স্থগীর, আছমা আকতার, তাছনুভা তানজিল, তমিসরা তানজিন প্রমুখ।