নিজের চেহারা কোন তারকার সঙ্গে কতটুকু মেলে—জানতে ‘টুইনিং’ অ্যাপ ব্যবহার করেন অনেকেই। অ্যাপটি ইনস্টলের পর সেলফি তুলে বা ডিভাইসে থাকা ছবি নির্দিষ্ট করলেই হাল আমলের জনপ্রিয় তারকাদের চেহারার সঙ্গে নিজের চেহারার কতটুকু মিল রয়েছে জানা যায়। কিন্তু মজার এই অ্যাপটিই গোপনে ব্যবহারকারীদের ছবি সংগ্রহ করে থাকে। শুধু আপলোড করা ছবিই নয়, ব্যবহারকারীদের অজান্তেই তাদের ডিভাইসে থাকা সব ছবি হাতিয়ে নেয় অ্যাপটি। চুরি করা ছবিগুলো গোপনে সংগ্রহ করার পাশাপাশি অনলাইনে প্রকাশ করে তারা, যা অনেক সময় গুগল সার্চেও পাওয়া যায়। গোপনে ছবি সংগ্রহের বিষয়টি স্বীকার না করলেও অ্যাপটির নির্মাতা পপসুগারের প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইক প্যাটনড জানান, কারিগরি ত্রুটির কারণে অনলাইনে ব্যবহারকারীদের ছবি প্রকাশ হয়েছে, যা সমাধান করা হয়েছে।