চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিবেশী এক গৃহবধূকে গুলি করে হত্যা করার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার সকালে চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম তানিয়া কামাল এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবদুর সবুর। তিনি বর্তমানে পলাতক।
বাদীপক্ষের আইনজীবী নুরুল আহসান ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারি বাঁশখালীর দক্ষিণ কাথারিয়ার দক্ষিণ মাঝিরপাড়া এলাকার বাসিন্দা আবদুর সবুর পারিবারিক বিরোধের জের ধরে প্রতিবেশী মোজাহের আহমেদের ভাগ্নে মফিজকে মারতে তার বাড়িতে সশস্ত্র হামলা চালায়।
এসময় মোজাহের ও তার স্ত্রী দিলোয়ারা বেগম বাধা দেয় সবুরকে। সবুর মোজাহেরের দিকে গুলি ছোঁড়লে তা লাগে দিলোয়ারার গায়ে। এতে ঘটনাস্থলেই দিলোয়ারার মৃত্যু হয়। পরে মোজাহের বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
২০০৬ সালের ১০ অক্টোবর ১১ আসামিকে অভিযুক্ত করে আদালত বিচার শুরু করেন।
দীর্ঘ ১২ বছর ধরে নয়জন সাক্ষীর বক্তব্য শুনে বিচারক তানিয়া কামাল আজ এই রায় দেন।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি নয় আসামিকে খালাস দেয়া হয়। খলিলুর রহমান নামে বাকি একজন মামলা চলাকালীন সময়ে মারা যান।