গার্মেন্টস ও টেক্সটাইল মেশিনারির আন্তর্জাতিক প্রদর্শনী শুরু ৪ এপ্রিল

বস্ত্র ও পোশাক শিল্পের যন্ত্রপাতি, সুতা, কাপড়, রঙ, কাঁচামাল ও রাসায়নিকের সমাহার নিয়ে আগামী ৪ এপ্রিল চট্টগ্রামে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক প্রদর্শনী। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চতুর্থ ‘বাংলাদেশ আন্তর্জাতিক গার্মেন্টস এন্ড টেক্সটাইল মেশিনারি এক্সপো-২০১৯’ নামে এই আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। একই ছাদের নিচে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেব্রিক এন্ড ইয়ার্ন এক্সপো’ ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রিন্টপ্যাক এন্ড সাইন এক্সপো’ ও ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডাইজ, পিগমেন্টস এন্ড কেমিক্যাল এক্সপো’ নামের প্রদর্শনীগুলো চলবে ৬ এপ্রিল পর্যন্ত। প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে গতকাল শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরে আয়োজক প্রতিষ্ঠান রেড কার্পেট ৩৬৫ লিমিটেড।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের সিইও আহমেদ ইমতিয়াজ বলেন, ভারত, চীন, জার্মানি, ইতালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বস্ত্র ও পোশাক শিল্পের সঙ্গে জড়িত সব ধরনের যন্ত্রপাতি, প্রযুক্তি ও এক্সেসরিজ উৎপাদনকারী, সরবরাহকারী, ডিলার ও আমদানিকারকরা ১৩৫টি স্টল নিয়ে এই প্রদর্শনীতে অংশ নেবে। প্রদর্শনীতে দেশি-বিদেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের নতুন পণ্য ও প্রযুক্তি তুলে ধরবেন। যার ফলে বাংলাদেশের শিল্প মালিক, উদ্যোক্তা, ব্যবসায়ী এবং মার্চেন্ডাইজাররা উপকৃত হবেন। পাশাপাশি এই প্রদর্শনী বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের নতুন বাজার সৃষ্টি করবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্য স্থির করেছেন। একই সাথে স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ সরকার রপ্তানি হতে ৬০ বিলিয়ন ডলার অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই লক্ষ্যমাত্রা অর্জন ও বিশ্ব গার্মেন্টস খাতের তীব্র প্রতিযোগিতা মোকাবেলার জন্য এই খাতে আমাদের আরও বেশি মনযোগ দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশের বস্ত্র ও পোশাক শিল্প এবং সংশ্লিষ্ট খাতের সাথে জড়িত সকল ব্যবসায়ী, শিল্প মালিক, উদ্যোক্তা, টেকনিক্যাল এক্সপার্ট, ইঞ্জিনিয়ার এবং মার্চেন্ডাইজারদের নাগালের মধ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতির নতুনত্ব ও খুঁটিনাটি পৌঁছে দিতে এই প্রদর্শনীগুলো সন্দেহাতীত ভাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস এসোসিয়েশন বিকেএমইএ’র চট্টগ্রামের সিনিয়র যুগ্ম সচিব আলতাফ উদ্দিন বলেন, বিশ্বে বাংলাদেশের মোট রপ্তানির সবচেয়ে বড় অংশ আসে পোশাক খাত থেকে। সেই সঙ্গে পুরো বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়। দেশের বস্ত্র ও পোশাক খাতের এই অগ্রযাত্রা ধরে রাখা প্রয়োজন। এই প্রদর্শনীর মাধ্যমে দেশি প্রস্তুতকারক, ডিলার ও সরবরাহকারীরা বিদেশি আমদানিকারক, ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সরাজুল ইসলাম কমু, জ্যাক মেশিনারি ইমপোর্ট-এক্সপোর্টারের ব্যবস্থাপনা পরিচালক ফজলে করিম লিটন ও রেডকার্পেট ৩৬৫ লিমিটেডের ডিরেক্টর মার্কেটিং ফাতেমাতুজ-জোহরা।