লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দীন আহমেদ বলেছেন, কাড়ি কাড়ি টাকা পয়সা রেখে গেলে কোন লাভ হয় না, নিজের সন্তানও ঠিকভাবে মনে রাখে না। কিন্তু মানুষের জন্য কিছু করলে তা মানুষ মনে রাখে। গরিব ও দুস্থদের পাশে দাঁড়ালে তা কোনদিনই ব্যর্থ হয় না।
তিনি বলেন, বহু লোক আলীশান বাড়ি রেখে গেছেন। বহু লোক বড় বড় প্লট রেখে গেছেন। কিন্তু কেউ তাদের মনে রাখেনি। কিন্তু মরহুম এম আর সিদ্দিকী সাহেব লায়ন্স ফাউন্ডেশন গড়ে দিয়ে গেছেন। দেশের লায়নিজমের বীজ বপন করে দিয়ে গেছেন। আজ দেশের লাখ লাখ মানুষ এম আর সিদ্দিকী সাহেবকে মনে রেখেছেন। দোয়া করছেন।
লায়ন কাজী আকরামউদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ চত্বরে বিভিন্ন ক্লাবের উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন।
নিজের ইন্টারন্যাশনাল ডিরেক্টর হওয়া দেশের লায়ন্স ক্লাবগুলোর জন্য বড় ধরনের সুযোগের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে লায়ন কাজী আকরাম উদ্দীন আহমেদ বলেন, দু’চারটি কম্বল বিতরন নয়, বড় বড় প্রজেক্ট নিন। আমি পাশ করিয়ে আনবো। এই সুযোগ কাজে লাগাতে না পারলে দেশের লায়নিজম বহুদিনের জন্য পিছিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন নাসির উদ্দীন চৌধুরী, ফার্স্ট ভাইস গভর্নর লায়ন কামরুন মালেক, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টচার্য, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন আলহাজ রফিক আহমেদ, লায়ন মোহাম্মদ নুরুল ইসলাম, কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ মোসলেহ উদ্দিন খান, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোরশেদুল আলম।
জেলা গভর্নর লায়ন নাসির উদ্দীন চৌধুরী বিভিন্ন ক্লাবের জনহিতকর কার্যক্রমের প্রশংসা করে বলেন, সমাজের দুস্থ ও অবহেলিত মানুষদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা কাজ করি। আমাদের এই কাজের যত বিস্তৃতি ঘটলে সমাজ উপকৃত হবে। তিনি লায়ন সদস্যদের বেশি বেশি করে সার্ভিস এক্টিভিটিজে যোগ দেয়ার আহ্বান জানান
প্রথম ভাইস গভর্নর লায়ন কামরুন মালেক বলেন, গরীব ও দুস্থ মানুষদের সহায়তা করলে সৃষ্টিকর্তা খুশী হন। মানুষের জন্য কিছু করার মাঝে মানসিক তৃপ্তি যেমন আছে তেমনি পরকালের প্রাপ্তি রয়েছে। সমাজের কম সৌভাগ্যবান মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই লায়নিজম উল্লেখ করে তিনি বলেন, কিছু প্রাপ্তির আশায় আমরা কেউ লায়নিজম করিনা। মানুষের জন্য কিছু করার জন্যই লায়নিজম করি। তিনি চট্টগ্রামের সকল লায়ন সদস্যকে আরো বেশি বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।