খৎনা করলে ৬ বছরের জেল!

শিশুর খৎনা করানো হলে ছয় বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে আইসল্যান্ডের পার্লামেন্টে খসড়া বিল পেশ করা হয়েছে। এ নিয়ে ওই দেশের মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। খবর বিবিসির।

চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কারণে খৎনা করা নিষিদ্ধ করতে চাচ্ছে ওই দেশের সরকার। এ নিয়ে পার্লামেন্টে পেশ করা খসড়া বিলে কোনো শিশুর খৎনা করানোর জন্য ছয় বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
কিন্তু মুসলিম ও ইহুদি সংগঠনগুলো এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলে, এটি তাদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করার শামিল।

আইসল্যান্ড হচ্ছে প্রথম ইউরোপীয় দেশ যেখানে খৎনা নিষিদ্ধ করার উদ্যোগ নেয়া হলো। দেশটিতে প্রায় দেড় হাজার মুসলিম ও আড়াইশো ইহুদি আছে।

আইসল্যান্ডের প্রগ্রেসিভ পার্টির একজন এমপি সিলজা ডগ গানারসডটির এই বিলটি এনেছেন। তিনি যুক্তি দিচ্ছেন যে, এটি কারও ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতার বিষয় নয় বরং এটি শিশুদের অধিকারের বিষয়।

এর আগে ২০০৫ সালে আইসল্যান্ডে এফজিএম (ফিমেল জেনিটাল মিউটিলেশন) বা মেয়েদের যৌনাঙ্গ ছেদ নিষিদ্ধ করা হয়।

নরডিক ইহুদি কমিউনিটিজ এক বিবৃতি দিয়ে এ নিন্দা করেছে। তারা বলেছে, ইহুদি ধর্মবিশ্বাসের সবচেয়ে কেন্দ্রীয় একটি রীতিকে এতে নিষিদ্ধ করা হচ্ছে।

আইসল্যান্ডের ইসলামিক কালচারাল সেন্টারের ইমাম আহমাদ সিদ্দিক বলেন, ‘এটি আমাদের ধর্মীয় বিশ্বাসের অংশ। এটাতো আমাদের ধর্মে হাত দেয়ার শামিল। আমি মনে করি এটি ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন।’
গবেষণায় দেখা গেছে, খৎনা করলে নারী সঙ্গীর কাছ থেকে পুরুষদের এইচআইভি সংক্রমণের ঝুঁকি কমে।