খোরশেদ আলম সুজন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগ পেলেন খোরশেদ আলম সুজন। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ নিয়োগ দেয়। সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। জানা যায়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ২৫ (১) ধারা মতে, সিটি করপোরেশন মেয়াদোত্তীর্ণ হলে সরকার সেই সিটি করপোরেশনে নতুন মেয়র নির্বাচিত না হওয়া পর্যন্ত বিভিন্ন কার্যক্রম সম্পাদনের জন্য একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারেন। আইনের ২৫ (২) ধারায় বর্নিত আছে সরকার প্রয়োজনবোধে যথাযথ বলে বিবেচিত হয়— এমন সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত কমিটিকে প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তার জন্য নিয়োগ করতে পারবে।
২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন। মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচিত পরিষদের দায়িত্ব নেওয়ার পাঁচ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে ৫ আগস্ট। গত ২৯ মার্চ চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও করোনাভাইরাসের সংক্রমণ ( কোভিড১৯) পরিস্থিতিতে করে সেই নির্বাচন
স্থগিত হয়।
বর্তমানে ৪১ টি ওয়ার্ড নিয়ে ৬০ বর্গমাইলের চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম পৌরসভা থেকে ‘চট্টগ্রাম মিউনিসিপ্যাল করপোরেশনে’ উন্নীত হয়। তখন প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছিলেন তৎকালীন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার মফিজুর রহমান চৌধুরী।
১৯৯০ সালের ৩১ জুলাই চট্টগ্রাম মিউনিসিপ্যাল করপোরেশন থেকে ‘চট্টগ্রাম সিটি করপোরেশন’ নতুন নামে উন্নীত করা হয়। তৎকালীন এরশাদ সরকার জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীকে সে সময় এই সিটি কর্পোরেশনেরম প্রথম মেয়র নিযুক্ত হন। ১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দীনকে মেয়র নিযুক্ত করা হয়।
১৯৯৩ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৪ সালের ১০ মার্চ পর্যন্ত চসিক প্রশাসক হিসেবে দায়িত্ব পান করেছিলেন তৎকালীন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ওমর ফারুক। ১৯৯৪ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মহানগর আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী হন প্রথম নির্বাচিত মেয়র । তিন মেয়াদে টানা ১৭ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন মহিউদ্দিন চৌধুরী । এরপর ২০১০ সালে অনুষ্ঠিত নির্বাচনে তারই শিষ্য এম মনজুর আলম আওয়ামী থেকে নমিনেশন না পেয়ে বিএনপির টিকেটে জিতে মেয়র হন। ২০১৫ সালের ২৮ এপ্রিল মেয়াদ শেষ হলে নির্বাচনে জিতে মেয়র হন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বর্তমান নির্বাচিত পরিষদের দায়িত্ব নেওয়ার পাঁচ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে আগামীকাল ৫ আগস্ট। সেই প্রেক্ষিতে খোরশেদ আলম সুজনকে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত চসিক এর প্রশাসক নিয়োগ করা হল।