খবর পড়ছে, রক্ত ঝরছে!

কোরিয়ার ক্রীড়া উপস্থাপক জো হিউন-ইল স্পোটিভির ‘এনবিএ’ সেগমেন্টটি লাইভে উপস্থাপনা করছিলেন।

কোরিয়ার ক্রীড়া উপস্থাপক জো হিউন-ইল স্পোটিভির ‘এনবিএ’ সেগমেন্টটি লাইভে উপস্থাপনা করছিলেন। সে সময় হঠাৎ তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। কিন্তু তারপরও সে স্টুডিও ছেড়ে চলে যাননি। নাক দিয়ে রক্ত ঝরছেই, আর সেই অবস্থাতেই ক্রীড়া জগতের বিভিন্ন সংবাদ অবিচল ভাবে লাইভে উপস্থাপনা করে গেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও স্পোটিভি আপলোড করেছে। ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে পড়ে। আনন্দবাজার ও এসবি নেশন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভিডিওটিতে দেখা যায়, হিউল-ইলের নাক দিয়ে রক্ত ঝরার সময় তার সহকর্মীকে চিন্তিত হতে দেখা যাচ্ছে। কিন্তু তিনিও ছিলেন অবিচল। তাদের কাজের প্রতি এরকম ভালোবাসা ও ডেডিকেশন দেখে পুরো বিশ্ব মুগ্ধ হয়েছে।