ক্রাইস্টচার্চে নিহতদের স্মরণ করল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলার ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেছে। গতকাল শুক্রবার নিহতদের স্মরণে স্মরণ সভার আয়োজন করেছে এ দেশ। মুসলিম নেতা এবং ওই হামলা থেকে বেঁচে যাওয়া লোকজনের সঙ্গে স্মরণ সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। কড়া নিরাপত্তার মধ্যে ক্রাইস্টচার্চের হেগলি পার্কে আয়োজিত ওই স্মরণ সভায় যোগ দিয়েছেন ২০ হাজারের বেশি মানুষ।