সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন মালাইকা আরোরা। যেখানে দেখা যাচ্ছে- বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, অমৃতা আরোরা ও আর কয়েকজন নারী বিমানের মধ্যে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন।
মজার ব্যাপার হলো- এতোগুলো নারীর মধ্যে রয়েছে শুধু একটি পুরুষ। তিনি হলেন, সাইফ আলি খান। এর ক্যাপশনে মালাইকা লিখেছেন, ‘চলো পার্টি শুরু করি।’
জানা গেছে- বুধবার ৩৭তম জন্মদিনের কেক কাটবেন অভিনেত্রী অমৃতা আরোরা। এ উপলক্ষে ভারতের পর্যটন নগরী গোয়ায় আয়োজন করা হয়েছে এক পার্টির। সেজন্য একত্রিত হয়েছেন সকলে।