কোটা সংস্কার দাবিতে চবি’র শাটল ট্রেন অবরোধ, ক্লাশ পরীক্ষা বর্জন

কোটা সংস্কারের দাবিতে ঢাকায় অান্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। শত শত শিক্ষার্থী রেললাইনের ওপর দাঁড়িয়ে কোটা সংস্কারের স্লোগান দিচ্ছেন।

সোমবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ষোলশহর স্টেশনে শাটল ট্রেনটি অাটকে রাখেন তারা। সকাল ৮টা, সাড়ে ৯টার শাটল ছেড়ে গেলেও সাড়ে ১০টার শাটলটি যাওয়ার সময় অান্দোলনরত কয়েকশ’ শিক্ষার্থী বাধা দেন।

ষোলশহর স্টেশনের মাস্টার সাহাব উদ্দিন বলেন, ‘সকাল থেকে দুটি ট্রেন ছেড়ে গেলেও সাড়ে ১০টার ট্রেনটি শিক্ষার্থীরা আটকে দিয়েছে। বর্তমানে তারা বিক্ষোভ করছে। পুলিশ এসে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে।’