কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। শত শত শিক্ষার্থী রেললাইনের ওপর দাঁড়িয়ে কোটা সংস্কারের স্লোগান দেওয়ার পাশাপাশি নগীর ২ নং গেইট এলাকায় বিক্ষোভ করছে। ফলে যানবাহন চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি তাদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠছে পুরো এলাকা।
বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে আটটার শাটল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর বাধা দেন অান্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয় থেকে শাটলটি ফিরে না অাসায় নগরী থেকে কোনো ট্রেন বিশ্ববিদ্যালয় অভিমুখে যেতে পারছে না।
এদিকে, ষোলশহর রেল স্টেশন এলাকায় বিপুলসংখ্যক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী চাকরিপ্রার্থী জড়ো হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থায় রয়েছে।
এসময় তারা ‘ম-তে মতিয়া, তুই রাজাকার, তুই রাজাকার,’ ‘আমার বোনের রক্ত বৃথা যেতে দিব না,’ ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠায় নাই’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। অন্যদিকে অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের ২ নং গেইট এলাকা।