কোটা সংস্কারের বিক্ষোভে পুলিশের টিয়ারসেল

চাকরিতে কোটা সংস্কারসহ ৫ দফা দাবিতে করা বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে বিক্ষোভকারীদের।

বুধবার (১৪ মার্চ) জাতীয় দোয়েল চত্ত্বর ও হাইকোর্ট এলাকায় এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামলাতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী তিন ছাত্রকে আটক করে পুলিশ।

বিক্ষোভকারীরা সকাল থেকে রাজধানীর দোয়েল চত্ত্বর থেকে হাইকোর্ট এলাকা পর্যন্ত জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। কয়েক হাজার বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে স্লোগান দেয় ও বিক্ষোভ দেখাতে থাকে।

বেলা ১২টার দিকে পুলিশ এসে তাদের ওপর লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে পড়ে বিক্ষোভকারীরা।