অবশেষে পুলিশের ব্যাপক নিরাপত্তা ও উৎকণ্ঠার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে গত ৬ এপ্রিল সম্পন্ন হয়েছে সাতকানিয়ার কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন।
সমিতির কার্যালয়ের ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ নির্বাচনে হাতি প্রতীক নিয়ে ৫১২ ভোট পেয়ে ফেরদৌস আলম সভাপতি ও দোয়াত কলম প্রতীকের মনজুর আলম ৫৩৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যপদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে জাকারিয়া (৫১৩), সহ-সভাপতি পদে আবছার (৫৬৬), অর্থ সম্পাদক পদে সোলাইমান বাবুল (৫২২), সাংগঠনিক সম্পাদক পদে ওয়াহিদুল ইসলাম জাবেদ (৫০৬), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জাবেদ জাহাঙ্গীর রিপন (৫০৭)। এছাড়া পরিচালক পদে নির্বাচিতরা হলেন ডা. আবদুল হাকিম (৫৫৫), ওসমান গণি (৫০২), আলী (৪৯৫) ও বশির আহমেদ (৪৭০) ভোট।
এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা দিদারুল আলম বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছেন। এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।