কুরের কামড়ে সেন্টমার্টিনে পর্যটক শিশু আহত

সাতকানিয়া প্রতিনিধি: সেন্টমার্টিনদ্বীপে বেওয়ারিশ কুকুরের কামড়ে পর্যটক এক শিশু আহত হয়েছে। দ্বীপের পূর্ব সৈকতে গত ৪ ডিসেম্বর বিকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে সপরিবারে ভ্রমণে আসা পর্যটক পারভেজ ৪ ডিসেম্বর বিকালে সেন্টমার্টিনদ্বীপের পূর্ব সৈকতে ঘুরতে বের হলে ১০/২০টি কুকুর পিছনে থেকে ধাওয়া করে। একপর্যায়ে একটি কুকুর পারভেজের শিশু কন্যা সুমাইরাকে (৮) কামড় দেয়। এ সময় সুমাইরা মাটিতে পড়ে গেলে সুমাইরার বাবা পারভেজ তাকে উদ্ধার করে সেন্টমার্টিনদ্বীপের ১০ শয্যা হাসপাতালে নিয়ে যান। কিন্ত হাসপাতালে কোন ঔষধ ও ডাক্তার না থাকায় চিকিৎসা করা সম্ভব হয়নি। পরে নৌবাহিনীর সহযোগিতায় তাদের জাহাজে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান নুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেন্টমার্টিনদ্বীপে দিনদিন বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর আগেও এ ধরণের ঘটনা ঘটেছিল। দীর্ঘ কয়েক যুগ ধরে সেন্টমার্টিনদ্বীপে বেওয়ারিশ কুকুর নিধন হয়নি।

আলাকিত সাতকানিয়া/এইচএম