কিষোয়ান স্পোর্টিং ক্লাবের আয়োজনে সাতকানিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। পেকুয়া চ্যাম্পিয়ন

সাতকানিয়া চিব্বাড়ী এমএ মোতালেব কলেজ মাঠে কিষোয়ান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ট্রাইবেকারে ছোটন স্মৃতি থ্রী স্টার ফুটবল একাডেমী বাঁশখালীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পেকুয়া উপজেলা ফুটবল একাডেমী।
শুক্রবার(১২ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ. মোতালেব এর পৃষ্ঠপোষকতায় কিষোয়ান স্পোর্টিং ক্লাব এই ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ড. অধ্যাপক আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী।
এসময় তিনি বলেন, মাদক ও সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক, বাল্য বিয়ে, জঙ্গিবাদ ও সন্ত্রাস সহ সকল অন্যায় থেকে দূরে রাখতে। তাই সবাইকে খেলাধুলার প্রতি বেশি মনোযোগ দিতে হবে এবং খেলাধুলার আয়োজন আরও বাড়াতে হবে।
তিনি আরও বলেন, যুব ও তরুণ সমাজের মাঝে খেলাধুলার বিস্তার করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। বতর্মানে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই।


কিষোয়ান স্পোর্টিং ক্লাবের সভাপতি ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুন সরওয়ার কমল, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জুহুরা, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, সিজেকেএস এর সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের সহ আরও অনেকে উপস্হিত ছিলেন।

………. প্রেস রিলিজ।