লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের (বীর বিক্রম) গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় তার গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। তবে এতে অক্ষত রয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ জুলাই) ১২টা ৫০ মিনিটে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ রোডে এ ঘটনা ঘটে।
হামলার নিন্দা জানিয়ে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি রেদোয়ান আহমেদ কলেজের নতুন ভবন উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠান ছিল। এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে তিনি (অলি আহমেদ) চান্দিনা কলেজ রোডে প্রবেশ করার সাথে সাথে সন্ত্রাসী বাহিনী তার গাড়িতে অতর্কিতে হামলা চালায়।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শামছুল ইমলাম। তিনি বলেন, ‘প্রচণ্ড ভীড়ের মধ্যে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।