কর্নেল অলিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদী

ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি, সাবেক মন্ত্রী-এমপি ও স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য সর্বপ্রথম বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এলডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় ড. কর্নেল (অব:) অলি আহমদ এই শুভেচ্ছা জানান।

ভারতের প্রধানমন্ত্রী বার্তায় বলেন, প্রিয় ড.কর্নেল অলি আহমদ, শুভ জন্মদিন। এ বছরটিতেও তোমার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক, নরেন্দ্র মোদী। ১৩ মার্চ ছিল কর্নেল (অব:) অলি আহমদের ৮০তম জন্মদিন ছিল।