কর্ণফুলীতে ফুলকলির নতুন শাখা

 

কর্ণফুলীর পুরাতন ব্রিজঘাট আনোয়ার সিটিতে ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের আরো একটি নতুন শাখা ও সেলস সেন্টার উদ্বোধন করা হয়।
গতকাল ৬ মে রবিবার ব্রিজঘাট আনোয়ার সিটিতে পরিবেশক কামাল ফুডস নামে এর যাত্রা শুরু করে।
অতিথি থেকে ফিতা কেটে উক্ত নতুন শাখার উদ্বোধন করেন ফুলকলির জিএম এম এ সবুর, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈন উদ্দিন, মাস্টার হাফেজ আহমেদ, ফুলকলির পরিবেশক কামাল আহমেদ, জসিম উদ্দিন ও হাসমত আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশুদ্ধ ও মানসম্মত খাদ্য বিক্রয় ও বিপণনে এটি ফুলকলির আরেকটি প্রয়াস।খাদ্য জগতে যা ইতিমধ্যে ফুলকলি আইএসও ৯০০১ : ২০০৮ সনদ অর্জন করতে সক্ষম হয়েছে। এ ধারাবাহিকতায় ফুলকলি ভোক্তা সাধারণের চাহিদা বিবেচনায় আগামী দিনে আরো নিত্য নতুন পণ্য নিয়ে গ্রাহকদের মাঝে আস্থা অর্জনে এগিয়ে যাবে।