কর্ণফুলীতে জাহাজে সিলিন্ডার বিস্ফোরণে নিহত দুই

চট্টগ্রামে কর্ণফুলী নদীসংলগ্ন একটি শিপইয়ার্ডে তেলবাহী একটি জাহাজে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এমভি দেশ-১ নামে একটি তেলবাহী জাহাজে এই ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- রাশেদ ও মাসুম। তাদের বয়স ২১ বছরের মধ্যে। এ দুর্ঘটনায় আহতরা হলেন- মো.কামরুল (২৮) ও আমজাদ হোসেন (৩০)।

কর্ণফুলী থানার এসআই আব্দুল মতিন জানান, তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শিকলবাহা এলাকায় জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান ওশান শিপইয়ার্ডে তেলবাহী জাহাজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। এতে দু’জন জাহাজের ভেতরেই আগুনে পুড়ে মারা যায়। বিকেলে আমরা তাদের মরদেহ উদ্ধার করেছি।

চিকিৎসকের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শীলাব্রত বড়–য়া বলেন, আহতদের অবস্থাও বেশ গুরুতর। তাদের শরীরের বেশকিছু অংশ পুড়ে গেছে।