কর্ণফুলীতে আগুনে পুড়ল ১৬টি দোকান

কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটার পুরাতন ব্রিজঘাট এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ১৬টি কাঁচা দোকান পুড়ে গেছে।

শনিবার (০৩ মার্চ) দিনগত রাত একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, আগুন লাগার খবর পেয়ে নগরীর লামারবাজার ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি পাঠানো হয়। লিডার উত্তম কুমারের নেতৃত্বে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে ৬টি কুলিংকর্নার, ২টি ওয়ার্কশপ, একটি আসবাবের দোকানসহ মোট ১৬টি দোকানের ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।