বলিউডের হার্টথ্রুব জনপ্রিয় নায়ক সালমান খান এই করোনা দূর্যোগ ও লকডাউনেও বসে নেই। তার কাজ চলছে অবিরাম। তবে শুটিং একশানে নয়।
চলছে একটু ভিন্নভাবে। তিনি কাজ করতে নেমে গেছেন ফসলের মাঠে। কৃষক ও কৃষিকে ভালবেসে। বিশ্ব মিডিয়ায় এ নিয়ে চলছে তোলপাড়। তার লক্ষ কোটি ভক্ত বিষয়টিকে বলছেন, ভারতমাতার জন্য এটা তাদের প্রিয় নায়কের ভালবাসা। দেশ ও মাটিকে ভালবেসে তাদের প্রিয় নায়ক কিষাণের সাথে ফসল ফলাচ্ছেন। ধান ও বিভিন্ন ফসলি বীজ রোপন করছেন। ভারতকে সবুজে সবুজে ভরিয়ে দিবেন।
সালমান খানও তার ভক্তদের উদ্দেশ্য বলেন, কৃষি ও কিষানই এ দেশের মানুষের খাদ্য যোগান দাতা। তাই তাদের কাজে শরীক হয়ে কৃষককে ভালবাসুন, তাদেরকে সম্মান করুন। হাতে ধানের চারা নিয়ে বলেন, ধানে ধানে পে লিখা হোতা খানে ওয়ালে কা নাম……. জয় জওয়ান, জয় কিষান।
…….. নদীতে লেখা আছে যে খায় তার নাম, জয় জওয়ান, জয় কৃষক।