করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রামে রাষ্ট্রপতির সহধর্মিণীর ফল উপহার

হালিশহরে স্থাপিত করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রাম ( সিআইসিসি) রোগীদের জন্য কয়েক প্রজাতির আম, আপেল ও মালটা পাঠালেন রাষ্ট্রপতির সহধর্মিণী রাশেদা খানম। আজ বিষয়টি নিশ্চিত করে সিআইসিসি এর প্রধান উদ্যোক্তা ও মুখপাত্র মো. সাজ্জাদ হোসেন বলেন, আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতার সাথে ফলগুলো গ্রহন করেছি। এগুলো পেয়ে আইসোলেশনে সেন্টার থাকা রোগী ও কর্মকর্তাও খুশী হয়েছেন। এতে আমরা আরো উৎসাহিত হয়ে আমাদের এই মানবিক কাজগুলো এগিয়ে যাবে। করোনা দূর্যোগের শুরু থেকে আমাদের এই আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেকেই সাহায্য, সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।
উল্লেখ্য, চট্টগ্রামে বড়পুলের সন্নিকটে হালিশহর ওয়াপদা মোড় একঝাঁক তরুণদের উদ্যোগে হালিশহরের এই আইসোলেশন সেন্টারটি গড়ে উঠেছে।
সাতকানিয়া সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী আলহাজ্ব আবুল বশর আবু তাঁর মালিকানাধীন প্রিন্স অব চিটাগাং কমিউনিটি সেন্টারে করোনা আইসোলেশন সেন্টারটি করার অনুমতি দেন। চট্টগ্রামের কিছু মানবিক উদ্যোগী যুবক আইসোলেশন সেন্টারটি করে বেশ প্রশংসিত হচ্ছেন।