ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার সময় কন্ট্রোল রুমে দায়িত্বরত ৬ কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে নেপালের বিমান কতৃপক্ষ। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এই ছয় জনকে মানসিক আঘাত প্রশমনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেপালের বেসামরিক বিমান কতৃপক্ষের উপপরিচালক রায়হান পোকহারেল।
গত সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ২১১ বিমানটি।
ত্রিভুবন ইন্টারন্যাশনাল বিমানবন্দরের এটিসি টাওয়ারের দেওয়া ভুল অবতরণ বার্তার জেরে আকাশে অপেক্ষা করতে থাকে বিমানটি। পরে ৬৭ যাত্রী ও চার ক্রুসহ দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি বিমানবন্দরের পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। এতে অন্তত ৫০ যাত্রীর প্রাণহানি ঘটে।