২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হবে। আজ বুধবার এসএসসি ও সমমানের পরীক্ষার সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি।
এসএসসি পরীক্ষায় লিখিত পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। এরপর ব্যবহারিক পরীক্ষা হবে।
সূচি অনুযায়ী, গত বছরের মতো এবারও মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।