এশিয়া কাপে ওপেনারদের টানা ব্যর্থতায় হতাসার সাগরে হাবুডুবু খাচ্ছে টাইগাররা এমতাবস্থায় দলে সুযোগ পেলেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। শুক্রবার সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হয়েছেন। দুজনে ব্যর্থ হয়েছিলেন আগের দিন আফগানিস্তানের বিপক্ষেও। লিটন রান পাননি প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও। তাদের ব্যর্থতায় ইমরুল–সৌম্যের দ্বারস্থ হলো বিসিবি। দলে যোগ দিতে সৌম্য ও ইমরুলের শনিবার রাত সাড়ে দশটায় আরব আমিরাত পৌছে যাওয়ার কথা। পরদিনই আবু ধাবিতে বাংলাদেশের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে।