এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের নতুন কমিটি গঠিত

চট্টগ্রাম নগরীর এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টি বোর্ডের এক সভা ৩১ আগস্ট বিকাল ৪টায় চান্দগাঁও আবাসিক সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের সভাপতি অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।

সভায় উপস্থিত কার্য-নির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দের সর্বসম্মতিতে *আলহাজ্ব আবুল বশর আবুকে চেয়ারম্যান ও অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ কুতুবীকে সেক্রেটারী* করে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

কার্যনির্বাহী পরিষদের অপরাপর সদস্য হলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লায়ন আবদুল গাফফার চৌধুরী, ভাইস-চেয়ারম্যান-১ লায়ন সেতারা গাফফার চৌধুরী, ভাইস-চেয়ারম্যান-২ মাওলানা এনামুল হক মাদানী, জয়েন্ট সেক্রেটারি (প্রশাসন) আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি (শিক্ষা)

মাওলানা মুহাম্মদ আলা উদ্দিন চৌধুরী, অর্থ সচিব কাজী মুহাম্মদ গিয়াস উদ্দিন, প্রচার সচিব মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ, সদস্য সর্বজনাব অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, মাওলানা সাইফুল্লাহ মাদানী, আলহাজ্ব আবদুশ শাকুর, মুহাম্মদ কফিল উদ্দিন, অধ্যক্ষ মাওলানা দিদারুল আলম। খবর বিজ্ঞপ্তি।।