সাতকানিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি। সংক্ষিপ্ত বক্তব্যে এম এ মোতালেব বলেন, বর্তমান সরকারের অসাম্প্রদায়িক চেতনার কারণে দেশের সকল সম্প্রদায় তাদের নিজস্ব ধর্মীয় উৎসবসমূহ সঠিকভাবে পালন করতে পারছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়তে তারই কন্যা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এখন তা সর্বজনীন উৎসবে পালিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ হতে মনোনয়ন পেতে চান উল্লেখ করে তিনি বলেন, আমি যদি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে সাতকানিয়া-লোহাগাড়াকে একটি শিল্প নগরী হিসেবে গড়ে তুলব। কারণ সাতকানিয়া-লোহাগাড়ার সংসদীয় আসনের পাশেই মহেশখালীর মাতারবাড়ীতে দেশের বৃহৎ কয়লা বিদ্যুৎ ও এলএনজি টার্মিনাল প্রতিষ্ঠিত হয়েছে। এই গ্যাস ও বিদ্যুৎ কাজে লাগিয়ে এই এলাকার টিলা, পরিত্যক্ত ও অনাবাদি জায়গায় শিল্প-কারখানা স্থাপন করে এলাকার চেহারা বদলে দিতে চাই। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আহমেদ সাইফুদ্দিন সিদ্দিকী, সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, অ্যাডভোকেট প্রদীপ কুমার, মো. শাহজাহান, আব্দুল মন্নান, নজরুল ইসলাম শিকদার, সালাউদ্দিন শাহরিয়ার, মো. সেলিম উদ্দিন, অ্যাডভোকেট শাহাদাত হোসেন শাহরিয়ার, রুপ কুমার নন্দী খোকন, নঈমুল ইসলাম চৌধুরী হারুন, আহমদ মিয়া, অমল দাশ, নাসিমুল করিম শিকদার, হারুনুর রশিদ, মোরশেদুল আলম দুলু, এ কে এম আসাদ, আব্দুল গফুর, নাসির উদ্দিন মিন্টু, তোফাজ্জল হোসেন চৌধুরী তুহিন, সোহরাব হোসেন চৌধুরী শুভ, ইমরান চৌধুরী, মো. জাহেদ, আকরাম খান, ইমতিয়াজ ফারুক ইমু, আবুল কালাম আজাদ, মো. সালাউদ্দীন, ইরফান হোসেন, মো. মানিক, তাহিল মাহমুদ, রিদোয়ানুল হক, সজল নন্দী, মো. মাহিম, মো. আলী, মো. সাগর, ইমন অভি, মো. শরীফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।