প্রফেসর ডঃ আবু রেজা মোঃ নেজাম উদ্দিন নদভী পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ও তার সহধর্মিণী মিসেস রিজিয়া রেজা চৌধুরী সাতকানিয়ায় নারী জাগরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার(৬ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় নগরীর রীমা কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সাতকানিয়া সমিতি- চট্টগ্রাম।
সাতকানিয়া সমিতির আহবায়ক অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে এবং সমিতির সদস্য সচিব ও সাতকানিয়া পৌর মেয়র মোঃ জোবায়ের’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা,সাতকানিয়া সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবুল বশর আবু, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি মাহফুজউন্নবী খোকন, সমিতির আহবায়ক কমিটির সদস্য আবদুল মাবুদ চৌধুরী, সারোয়ার চেয়ারম্যান, জসিম উদ্দিন, তামাকুমুন্ডি লেইন বণিক সমিতির সভাপতি সামশুল আলম,টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহমদ হোসেন, সাতকানিয়ার কৃতি সন্তান চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের আন্তর্জাতিক সম্পাদক আরটিভির সাংবাদিক সরোয়ার আমিন বাবু প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সংবর্ধিত অতিথিদের নেচে গেয়ে বরণ করেন চট্টগ্রামের বিখ্যাত নৃত্যশিল্পীরা। তারপর সমিতির পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট ও পুষ্পমাল্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আ.জ.ম. নাছির উদ্দিন বলেন সাতকানিয়ার মানুষ চট্টগ্রাম সহ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সাতকানিয়া সমিতি চট্টগ্রাম, সাতকানিয়াবাসীর ঐক্যের প্রতীক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবর্ধিত অতিথি ডঃ নদভী,বলেন,সাতকানিয়াবাসীর সেবায় আমি নিজের জীবন উৎসর্গ করতে চায়। আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই।সাতকানিয়া লোহাগাড়াবাসী আমাকে দু’দুবার বিপুল ভোটে সম্মানিত করেছে। আমি এর প্রতিদান এলাকাবাসীর সার্বিক উন্নয়নের মাধ্যমে দিতে চায়।পরে সমিতির আজীবন সদস্যরা চট্টগ্রামে ‘সাতকানিয়া টাওয়ার’ স্থাপনের যে দাবি জানিয়েছে সে ব্যাপারে সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস দেন তিনি।
আরেক সংবর্ধিত অতিথি মিসেস রিজিয়া রেজা বলেন, একসময় সাতকানিয়া লোহাগাড়ার নারীরা পিছিয়ে পড়ে গিয়েছিল। আমি তাদেরকে সাথে নিয়ে সাতকানিয়া লোহাগাড়ার উন্নয়নে কাজ করেছি।নারীদের শিক্ষাদীক্ষায় এগিয়ে নিয়েছি।সমাপনী বক্তব্যে সমিতির আহবায়ক অহিদ সিরাজ চৌধুরী বলেন, এই সমিতি সাতকানিয়াবাসী প্রাণের সমিতি।চট্টগ্রামের বুকে একখণ্ড সাতকানিয়া। আমরা আমাদের নাড়ীরটানে এই সমিতির মাধ্যমে একতাবদ্ধ হই। সাতকানিয়া সমিতি সাতকানিয়াবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে উপস্থিত সবাই সমিতির পক্ষ থেকে আয়োজন করা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানে অংশ নেয়।