এমপি নদভীর প্রচেষ্ঠায় বটতলী শহরকে আলোকিত করতে শীঘ্রই ৫০টি সোলার লাইট স্হাপন

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় বটতলী শহরকে আলোকিত করতে শীঘ্রই ৫০টি সোলার লাইট স্হাপন করা হবে।ইতিমধ্যে বটতলী শহরকে আলোকিত করতে ৩টি সোলার লাইট স্হাপন করা হয়েছে। কিছুদিন পুর্বে মাননীয় এমপি মহোদয় স্টেশনে বসানো ৩টি সোলার লাইট উদ্বোধন করেছেন।শীঘ্রই বাকি সোলাই লাইটগুলো বটতলী শহরের বিভিন্ন স্হানে স্হাপন করা হবে। বটতলী শহর হবে আলোকিত শহর। মাননীয় এমপি মহোদয় সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন এলাকার উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়।
৭ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় বটতলী মোটর স্টেশনে সোলার লাইট স্হাপনের জায়গা পরিদর্শনকালে তিনি এসব কথাগুলো তুলে ধরেন স্হানীয় সাংসদের একান্ত সচিব,সাতকানিয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, তারুণ্যের অহংকার এরফানুল করিম চৌধুরী জানিয়েছেন।
এসময় সাথে ছিলেন বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,তুখোড় বক্তা এইচ এম গনি সম্রাট, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক ও বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য মুহাম্মদ জহির উদ্দিন, কমিটির সদস্য ও পরিষ্কার-পরিচ্ছন্ন উপ-কমিটির প্রধান তারুণ্যের অহংকার মুহাম্মদ মিজানুর রহমান মিজান, কমিটির সদস্য ও এম. এ আজিজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম আজিজ উদ্দিন,সৌর বিদ্যুৎ এর কর্মকর্তা ইফতেখার, যুবলীগ নেতা জাফর আহমদ, মুহাম্মদ কছির উদ্দিন কাইছার,যুবলীগ নেতা ও সাংসদ প্রফেসর ড.নদভীর এডমিন দেলোয়ার হোসেন বেলাল, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী,যুবলীগ নেতা জেয়াবুল হক সওদাগর,আওয়ামীলীগ নেতা জকরিয়া,ছাত্রলীগ নেতা রিমু, মেহেদীসহ অনেকেই।
উল্লেখ্য,বটতলী শহর উন্নয়ন কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকে নব গঠিত নেতৃবৃন্দরা বটতলী শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী ও যানজটমুক্ত করার প্রয়াসে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।পরিষ্কার-পরিচ্ছন্ন উপ-কমিটির প্রধান মিজানুর রহমান মিজানের নেতৃত্বে গত দুই দিন ধরে বটতলী শহরে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান ও যানজটমুক্ত করার প্রয়াসে তিনি কাজ করে যাচ্ছেন। নির্ঘুম রাতে কাটিয়ে তিনি বটতলী শহরে পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে অভিযান পরিচালনা করেন। নব গঠিত কমিটির কার্যক্রমকে সর্বমহলে সাধুবাদ জানিয়েছেন।