এমপি নজরুল ইসলাম চৌধুরীর সাথে জেলা পরিষদ সদস্যের সাক্ষাত

চন্দনাইশ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা আলহাজ নজরুল ইসলাম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য, ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি আখতার উদ্দিন মাহমুদ পারভেজ। এ সময় সাংসদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে উন্নয়নের মহোৎসব চলছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ফারহান আহমেদ, এস এম আরিফুল ইসলাম, আশরাফুল ইসলাম, আজমগীর হোসেন, আহমেদ এরশাদ খোকন, রাসেল উদ্দিন, অপু মিজান চৌধুরী, শাহ আলম, আদিত্য চৌধুরী সৈকত, তানভীর প্রমুখ।