এমপি নজরুলের সাথে সাতকানিয়া ছাত্রলীগের মতবিনিময়

চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন উত্তর সাতকানিয়া ছাত্রলীগ নেতৃবৃন্দ। গত ১৩ জুলাই বিকেলে চন্দনাইশ উপজেলার কাঞ্চননগরস’ সংসদ সদস্যের নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেউছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম রুবেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অগ্নি পরীক্ষা। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শাহিদা আকতার জাহান। প্রধান বক্তা ছিলেন আবুল কালাম আজাদ। বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন মানিক।
বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গিয়াস উদ্দীন সজীবের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিয়াইশ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ, ফকরুল হাবিব মাসুম, মোহাম্মদ রাজীব উদ্দীন রেজভী, সাব্বির হোসাইন আলমগীর, তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, তৌহিদুল ইসলাম চৌধুরী, মাঈনুল সিকদার।
উপসি’ত ছিলেন চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের হামিদুর রহমান চৌধুরী।