শক্তিশালী চুম্বকের সহায়তায় হানিফ পরিবহনের একটি বাসের নিচে রাখা হয়েছে পাঁচ হাজার ইয়াবা। কক্সবাজার থেকে ইয়াবাগুলো এভাবেই নেয়া হচ্ছিল ঢাকায়। কিন্তু পাচারকারীদের সে চেষ্টা সফল হয়নি চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের তৎপরতায়।
বুধবার ভোররাতে চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় বাসটি আটক করে ইয়াবাগুলো উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তিনজনকে।
তারা হলেন- বাসটির চালক মো. জাহিদ গাজি (৪৫), সুপারভাইজার আবুল বাশার (৪৪), সিহাব উদ্দিন (২০)।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারি কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দীন বলেন, ইয়াবা পাচারে নিত্য নতুন কৌশল নিচ্ছে পাচারকারীরা। বাসের নিচে শক্তিশালী চুম্বকের সহায়তায় পাঁচ হাজার ইয়াবা যুক্ত করে ঢাকায় নিচ্ছিল তারা।
হানিফ পরিবহনের বাসটি জব্দের পাশাপাশি গ্রেফতার তিনজনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।