এন মোহাম্মদের কারখানায় আগুন, ৪২ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রাম নগরীর মুরাদপুরের এন মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি লিমিটেডে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ৪২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার দিনগত রাত একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া জানান, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, বায়েজিদ, চন্দনপুরা, কালুরঘাট স্টেশনের ১০টি গাড়ি পাঠানো হয়। ভোর পাঁচটা ৩৫ মিনিটে আগুন নেভানো সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, মঞ্জুরুল হকের মালিকানাধীন ওই কারখানা দোতলা ভবনের ওপরে টিনের ছাউনির প্লাস্টিক ওয়ার্কশপে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ডেকোরেশন সামগ্রী, কাপড়, আসবাব, লাইটিং ‍সামগ্রী, মেশিনারিজ, প্রিন্টিং সামগ্রী, অবকাঠামো পুড়ে গেছে।