
অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে এগ্রো প্রোডাক্ট কোম্পানি সিএনজি সিলিন্ডার দিয়ে গ্যাস স্টেশনের ব্যবসা করছে। নাই কোন নিয়ম নীতি ও জন সুরক্ষা ব্যবস্থা। এজন্য দক্ষিণ চট্টগ্রামের বাঁশিখালীতে অনুমোদনবিহীন ও ঝুকিপূর্ণ ০১ টি সিএন জি স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, আজ বাঁশখালী উপজেলার রৈলছড়ির চেচুরিয়া এলাকায় প্রধান সড়কের পশ্চিমপাশে অনুমোদনবিহীন বাঁশখালী গ্যাস বিপনন কেন্দ্র (গ্লোরি এগ্রো প্রডাক্টস) নামীয় সিএনজি স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান। বিস্ফোরক পরিদপ্তর, চট্টগ্রাম এর সহকারী পরিচালক মুহাম্মদ মেহেদী ইসলাম খান ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ ষোলশহর, চট্টগ্রাম এর উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ কবির আহমেদ এর অভিযোগের প্রেক্ষিতে তিনি এ অভিযান পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখতে পান বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ব্যতীত এবং যথাযোগ্য কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত বিপদজনক ০৪ টি ক্যাসকেড স্টোরেজে ৯০ টি সিলিন্ডার স্থাপন ও ডিসপেনসিং ইউনিটের মাধ্যমে গাড়িতে সিএনজি সরবরাহ ও বিক্রয় করছে উক্ত প্রতিষ্ঠানটি। এছাড়াও একটি কার্ভাডভ্যানে গুচ্ছাকারে ১৫০টি সিলিন্ডার রেখে ঝুকিপূর্ণভাবে সিএনজি সরবরাহের কাজ করছে। কোন অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছাড়াই এবং মেয়াদউর্ত্তীন ও মরিচাধরা সিলিন্ডারের মাধ্যমে সিএনজি সরবরাহের কাজ করছে অবৈধ এ প্রতিষ্ঠানটি। বিস্ফোরক পরিদপ্তর ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ এর কারিগরি টিম বিষয়টি পরীক্ষা করে নিশ্চিত করেছেন মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নিকট। এছাড়াও অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখতে পান বাজারমূল্যের চেয়ে অধিকমূল্যে ( প্রতি ঘনফুট ৬৫.৫০ টাকা) বিক্রি করছে প্রতিষ্ঠানটি। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান বলেন, অনুমোদনবিহীন ও অবৈধভাবে গড়ে ওঠা এবং ঝুকিপূর্ণ অবস্থায় গ্যাস সরবরাহ করার কারণে গ্যাস আইন ২০১০ এর ১৩ ধারা এবং নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় উক্ত প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন , সম্প্রতি গ্যাস বিস্ফোরণে দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। এখানেও এ ধরনের দুর্ঘটনা এড়াতে এবং জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনুমোদন ও সরকার নির্ধারিত মানদন্ড পরিপূর্ণ না করা পর্যন্ত বাঁশখালী গ্যাস বিপনন কেন্দ্র নামক প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ থাকবে।এ সময় বাঁশখালী থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
