এক নজরে লোহাগাড়া ইউনিয়ন

লোহাগাড়ার সদর ইউনিয়ন লোহাগাড়া ইউনিয়ন। লোহাগাড়া থানার শুরু থেকে লোহাগাড়া ইউনিয়নের সাথে সম্পৃক্ত। লোহাগাড়ার নামকরণের সাথে লোহাগাড়া ইউনিয়নের নামকরণ একই।
১৯৫৭ সালের দিকে লোহাগাড়া ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। আয়তনঃ ১১২৪ হেক্টর। জনসংখ্যাঃ প্রায় ৪০,০০০। মোট ভোটার সংখ্যাঃ ১৯,৯৪১ জন। পুরুষঃ ১০,৪১০ জন, মহিলাঃ ৯,৫৩১ জন। উল্লেখযোগ্য খাল ছড়া- সুখছড়ী, বোয়ালিয়া ও বমির খাল। ছড়াঃ ২ টি। পীর আউলিয়ার মাজারঃ হযরত শাহপীর (রহ.), দক্ষিণ সুখছড়ী আবদুল খালেক শাহ (রহ.), হযরত মাওলানা ছমিউদ্দীন শাহ (রহ.) ও হযরত সৈয়দ শাহ (রহ.) প্রকাশ জঙ্গলাপীর। শুরু থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগনঃ তৈয়ব উল্লাহ সওদাগর(১৯৫৮-১৯৬২), লেয়াকত হোসেন মিয়া (১৯৬৪-১৯৬৫), আলহাজ্ব মোস্তফিজুর রহমান সওদাগর(১৯৬৫-১৯৭১), হাজী গোলাম কাদের (রিলিপ কমিটি), আলহাজ্ব মোস্তফিজুর রহমান চৌধুরী(১৯৭৩-১৯৮৩), ফয়েজ আহমদ(১৯৮৩-১৯৯২), কৃষি অফিসার (ভারপ্রাপ্ত), নাছির উদ্দিন (ভারপ্রাপ্ত), জিয়াউল হক চৌধুরী বাবুল(১৯৯৩-২০০৭), মঞ্জুর আলম(ভারপ্রাপ্ত), জেয়াবুল হোসেন (ভারপ্রাপ্ত) ও আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী।
লোহাগাড়া ইউনিয়নে ২টি মৌজার নাম ও আয়তন:
লোহাগাড়া(৯৭৭ হেক্টর),
দক্ষিণ সুখছড়ী(১৪৬ হেক্টর)।
লোহাগাড়া ইউনিয়নের:
মোট জনসংখ্যা ও ভোটার- ৩৫,০১০ জন ও ১৯৯৪১ জন।
পুরুষ জনসংখ্যা ও ভোটার- ১৭৭৫০ জন ও ১০,৪১০ জন।
মহিলা জনসংখ্যা ও ভোটার- ১৭২৬০ জন ও ৯,৫৩১ জন।