নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে শুরু হয়েছে অমর একুশে বইমেলা।
রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
তথ্যমন্ত্রী জাতীয় পতাকা, মেয়র আ জ ম নাছির উদ্দীন চসিকের পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করে কাপাসগোলা সিটি করপোরেশন কলেজের ছাত্রীরা।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিন সকাল ১০টা থেকে মেলা শুরু হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সহায়তায় ১৯ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করেছে। এতে ঢাকা ও চট্টগ্রামের ১১০টি প্রকাশকের স্টল রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। স্বাগত বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা।
বক্তব্য দেন বইমেলার আহ্বায়ক কাউন্সিলর নাজমুল হক ডিউক, বইমেলার যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন শাহ আলম নিপু, জামাল উদ্দিন, সচিব সুমন বড়ুয়া, সমন্বয়কারী আশেক রসুল টিপু প্রমুখ।
উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. মোহীত উল আলম, প্রকৌশলী আলী আশরাফ, কবি সাথী দাশ, আশীষ সেন, আনন্দ মোহন রক্ষিত, লেখক সাখাওয়াত হোসেন মজনু, মর্জিনা আকতার, সংস্কৃতি সংগঠক দেওয়ান মাকসুদ, শেখ শওকত ইকবাল, কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু, সলিমুল হক চৌধুরী বাচ্চু, মো. জোবায়ের, হাসান মুরাদ বিপ্লব, আবিদা আজাদ প্রমুখ।