সাতকানিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি উপজেলা। এই উপজেলা ব্যবসা কেন্দ্র হিসেবে সুপরিচিত।প্রাকৃতিক সৌন্ধর্যের লীলা ভূমি সাতকানিয়া উপজেলার উত্তর সীমান্ত দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া রয়েছে ডলু নদী সহ আরো ৮টি ছোট-বড় খাল। ছবির মত সুন্দর এই সাতকানিয়া যার রয়েছে স্বর্ণালী ঐতিহ্য । এই ঐতিহ্যঘেরা সাতকানিয়ার কিছুর গৌরব গাথা ব্যাক্তিদের নিয়ে সাজানো হয়েছে আজকের আমাদের এই কলম।
যাদের কথা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে এই উপজেলার ইতিহাসে।
অধ্যাপক মনিন্দ্রলাল ভট্টাচার্য্য –– ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি আর্মির হাতে গ্রেপ্তার ও প্রাণে বেঁচে যাওয়া আহত বুদ্ধিজীবি।
আনোয়ারুল আজিম আরিফ –– শিক্ষাবিদ ও প্রাক্তন ভিসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
আবদুন নুর তুষার –– মিডিয়া ব্যক্তিত্ব।
আবদুল করিম –– প্রাক্তন যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন –– রাজনীতিবিদ।
আবুল ফজল –– সাহিত্যিক।
ইঞ্জিনিয়ার এ এ এম জিয়া হোসাইন –– প্রাক্তন প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও চট্টগ্রাম ইপিজেড।
এবি ছিদ্দিক –– রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য।
ড. আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন –– শিযক্ষাবিদ ও সাবেক ভিসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
ড. খালিকুজ্জামান –– শিক্ষাবিদ।
ডাঃ বি এম ফয়েজুর রহমান –– রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য।
মাওলানা এএসএম আবদুল গণি –– ইসলামী ব্যক্তিত্ব।
যতীন্দ্র মোহন সেনগুপ্ত –– রাজনীতিবিদ, প্রতিষ্ঠাতা সভাপতি, নিখিল ভারত কংগ্রেস।
রায় সাহেব কামিনীকুমার ঘোষ –– শিক্ষাবিদ।
শাহ মাওলানা আব্দুর রশিদ হামেদী ছিদ্দিকী –– ইসলামী ব্যক্তিত্ব।
শাহ মাওলানা আব্দুল মজিদ –– ইসলামী ব্যক্তিত্ব।