এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে হাটহাজারী থানার চারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনায় নিহতের নাম তুষার দাশ (১৮)। ওই এলাকার পলাশ দাশের ছেলে তুষার হাটহাজারী কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার  বলেন, নাজিরহাট কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষা শেষে ফেরার পথে চারিয়া বাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী তুষার গুরুতর আহত হন।

বেলা সোয়া ৩টার দিকে তুষারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সন্ধ্যা ৬টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তুষারের মৃত্যু হয় বলে এএসআই আলাউদ্দিন জানান।