উত্তর চট্টগ্রামের পাঁচ উপজেলার ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব উপজেলায় ভোটগ্রহণ হয়।
রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাঙ্গুনিয়ায় ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ শফিকুল ইসলাম (তালা) নির্বাচিত হয়েছেন।
সীতাকুণ্ডে ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আলাউদ্দিন সাবেরী (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি জয়নাব (পদ্মফুল) নির্বাচিত হয়েছেন।
সন্দ্বীপে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেবুন নেছা (কলসি) নির্বাচিত হয়েছেন।
হাটহাজারী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নুরুল আলম (মাইক) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোক্তার বেগম (কলসি) নির্বাচিত হয়েছেন।
ফটিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে এইচএম আবু তৈয়ব (আনারস) নির্বাচিত হয়েছেন।
পাঁচ উপজেলায় ১৩ লাখ ৬২ হাজার ১২২ ভোটার রয়েছেন। এসব উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে উপজেলায় ৪৯৫টি।