‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে ১ জানুয়ারী সারাদেশের ন্যায় উপজেলার কয়েক শত বিদ্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে। এ উৎসবে কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরে নতুন বই পেয়ে যারপরনাই আনন্দিত। বই বিতরণ উৎসবে বক্তারা বলেন, শিক্ষাবান্ধব বর্তমান সরকার বছরের প্রথম দিন বিনামূল্যে নতুন বই হাতে তুলে দিয়ে শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে সারাবিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
পূর্ব জিরি আমানিয়া লোকমান হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দিয়ে পটিয়া উপজেলার বই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লোকমান হাকিমের সভাপতিত্বে বই উৎসবের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক সুলতান মিয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা, পটিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা হাবিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ সানি ও পটিয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ। স্বাগত বক্তব্যে রাখেন প্রধান শিক্ষক মহিম উদ্দিন। সহকারী শিক্ষিকা স্মৃতি দের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ, নজরুল ইসলাম, আবুল মনসুর তাহের, এম এ হাকিম, আমিনুর ইসলাম টিপু, মনজুরুল ইসলামসহ অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
চন্দনাইশ : নিজস্ব সংবাদদাতা জানান, সারাদেশের ন্যায় চন্দনাইশেও পালিত হয়েছে বই উৎসব। উপজেলা অডিটরিয়ামে নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজার সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী বিল্লাল হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, উপজেলা আ. লীগের সহ-সভাপতি আহসান ফারুক, প্রাথমিক শিক্ষা (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, রিসোর্স সেন্টারের সহকারী ইনস্ট্রাক্টর আবদুল রাজ্জাক, আ. লীগ নেতা আবুল কাসেম বাবলু, মহসীন ছিদ্দিকী, বিজয়ানন্দ বড়ুয়া, ওসমান আলী, অর্চনা রাণী সুশীল, কুন্তল বড়ুয়া প্রমূখ। ওই অনুষ্ঠানে দক্ষিণ পূর্ব জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হারলা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাসেম-মাহাবুব উচ্চ বিদ্যালয়, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর হারলা-পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদ্রাসার ২৫০ জন শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে বই গ্রহণ করে। তাছাড়া অন্য শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়।
উপজেলার ৯১টি সরকারি, ২টি বেসরকারি, ২টি এনজিও প্রাথমিক বিদ্যালয়, ৩০টি কিন্ডারগার্টেন স্কুলের ৩৩ হাজারের অধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। এ সকল শিক্ষার্থীদের জন্য ইতোমধ্যে দেড় লক্ষাধিক বই সরকারিভাবে বিতরণ করা হয়। অন্যদিকে ২৫টি মাধ্যমিক, ২টি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, ১৬টি মাদ্রাসা ও ১টি কারিগরী স্কুল এন্ড কলেজের ৩২ হাজার ৬৪৫ জন শিক্ষার্থীদের মাঝে প্রায় সাড়ে ৩ লক্ষ বই বিতরণ করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।
পটিয়া শোভনদ-ী স্কুল এন্ড কলেজ: শোভনদ-ী স্কুল এন্ড কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করেন প্রধান অতিথি পটিয়ায় তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য আলহাজ সামশুল হক চৌধুরী। শোভনদ-ী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি মফজল আহমদ চৌধুরীর সভাপতিত্বে বই উৎসবে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, এহাছানুল হক, মুছা, গোলাম কিবরিয়া, আলমগীর খালেদ ও নুরুল আলম ফারুকী। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ হামিদ হোসাইন। প্রধান শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য সাংবাদিক আইয়ুব আলী, দাতা সদস্য আবুল হাছান খোকন, আবু ছালেহ পারভেজ, নজরুল ইসলাম সালমান, মিজানুর রহমান, ফজলুল হক চৌধুরী মহব্বত, মোজাম্মেল হক, বিপ্লব বড়ুয়া, ওসমান গণি, প্রদীপ চক্রবর্তী ও জুলফিকার আলী।
রাঙ্গুনিয়া শিশুমেলা মডেল স্কুল: নিজস্ব সংবাদদাতা জানান, বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন।
বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, রাঙ্গুনিয়ার বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন প্রমুখ।
বেগম জাকির হোসেন প্রাথমিক বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, বেগম জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন, বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, বিদ্যালয় মাঠে বই উৎসব পালিত হয়। পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলম সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী রবিন। স্বাগত বক্তব্য রাখেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ। সহকারি শিক্ষক মেধু বড়ুয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উখিয়া থানার ওসি আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর ও উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, পরিচালনা কমিটির সদস্য ইউসুফ ও ইব্রাহীম।
টেকনাফ এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, বিদ্যালয়ে প্রধান অতিথি ইউএনও রবিউল হাসান বই বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শব্বির আহমদ, সিনিয়র শিক্ষক সিদুল কান্তি দে, সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, লক্ষী হরি দে, সৈয়দ হোসেন, শিক্ষিকা দিলনেছা বেগম, জাহেরা বেগম, নুরজাহান আজাদ, শাহ আলম, নাজমুল আলমসহ। পরে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার বিজয়ী এসএসসি পরিক্ষার্থী জেসমিন আক্তার জুই, সুপাইরা আক্তার, মুনতাহা হাসিনা নুমী, নুসরাত তসলিম মেহেক ও চাহিনা আক্তার চুমকীর মাঝে পুরস্কার বিতরণশেষে নতুন বই তুলে দেয়া হয়।
মাইমুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, বিদ্যালয়ে প্রধান অতিথি ইউএনও রবিউল হাসান বই বিতরণ করেন। সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ বোসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পুলিন চন্দ্র দাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আবুল কাশেম ভুলু, সহকারী শিক্ষক হরিপদ দাশ, আব্দুল জলিল ও মাহমুদা খাতুন। বই বিতরণশেষে ইউএনও বিদ্যালয়ের আঙিনায় করা সবজি বাগান ক্ষেত পরিদর্শন করে মুগ্ধ হন। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদ হোসেন চৌধুরী, মহিলাবিষয়ক কর্মকর্তা আলমগীর কবির, একাডেমিক সুপারভাইজার নুরুল আবসার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ইলিয়াস প্রমুখ।
চৌধুরীপাড়া হাজী ইসলাম-শাহজাহান সরকারি প্রাইমারি স্কুল: নিজস্ব সংবাদদাতা জানান, বিদ্যালয়ে প্রধান অতিথি স্কুলের বই ও পোষাক বিতরণ করেন সাবেক এমপি আবদুর রহমান বদি। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা পৌর মেয়র ইসলাম, পত্নী শাহজাহান বেগম, পৌর আ. লীগের সেক্রেটারী মোহাম্মদ আলম বাহাদুর ও সাংবাদিক ইউনিটির সেক্রেটারী নুরুল হোছাইন।
সৈয়দপুর এ নূর ব্লসম স্কুল ঃ নিজস্ব সংবাদদাতা জানান, বোয়ালখালী উপজেলার সৈয়দপুর এ নূর ব্লসম স্কুলের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক সেকান্দর আলম বাবর। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক ফজলুল কবির, সজল দাশ, মঞ্জুর মোরশেদ, মোহাম্মদ মহিউদ্দিন, জাবেদ হোসেন টিপু, সেজুয়ান হোসেন ফয়সল, আবদুল্লাহ আল মামুন, মো. জামাল উদ্দিন, জয়নুল আবেদীন মাসুদ ও এস এম ইরফান নাবিল।
শ্রীপুর-খরণদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয় ঃ নিজস্ব সংবাদদাতা জানান, বিদ্যালয়ের উদ্যোগে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু বক্কর। উপস্থিত ছিলেন সেকান্দর আলম বাবর, প্রধান শিক্ষক শিউলি শর্মা, ত্রিদীপ চৌধুরী, বাবুল তালুকদার, সুমন তালুকদার প্রমুখ।
খরণদ্বীপ বিজান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, বই উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয় এসএমসি সভাপতি সেকান্দর আলম বাবর। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রঞ্জন দাশ, সহকারী শিক্ষক আইয়ুব হোছাইন, জাকিয়া দিলরুবা, শুভ্রা ধর, মুক্তা চক্রবর্তী, তানজিনা ফারুক, রুমা আকতার, মহিউদ্দিন, মিজানুর রহমান খান ও মোহাম্মদ মিয়া।
শ্রীপুর মসজিদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, বিদ্যালয়ের উদ্যোগে বই উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয় এসএমসি সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক সেকান্দর আলম বাবর। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমীর চৌধুরী, মাহবুবুল আলম, নুরুল করিম দুলাল, শাহাদাৎ হোসেন, জানে আলম, এনামুল হক, মহিউদ্দিন, তারেকুল ইসলাম প্রমুখ।
পটিয়া শশাংকমালা সরকারি প্রাইমারী স্কুল: নিজস্ব সংবাদদাতা জানান, বিদ্যালয়ে বই বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিমল মিত্র। শিক্ষক নাছের উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র আবু ছৈয়দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি এম নাসির উদ্দিন পদ্মা, সদস্য শাহেনেওয়াজ, রোকনুজ্জমান, প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ ছিদ্দিকী, আ. লীগ নেতা গিয়াস উদ্দিন আজাদ, শাহজাহান বেগম, রিতা চৌধুরী, আখতার জাহান, রতন কুমার দাশ, সুমন দাশ, শর্মিলা দাশ, রিংকু চৌধুরী, আকরিমা বেগম, আবু তৈয়ব সোহেল প্রমুখ।