উন্নয়ন কাজের জন্য সাতকানিয়া উপজেলা চেয়ারম্যানের বিভিন্ন এলাকা পরিদর্শন।

সাতকানিয়া উপজেলা কার্যালয়ের বিভিন্ন স্থান পরিদর্শন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহন করার জন্য নির্দেশনা প্রদান করেছেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. এ. মোতালেব সিআইপি। আজ মঙ্গলবার তিনি উন্নয়ন কাজের জন্য এসব সাইট পরিদর্শন করেন। এসময় তিনি সংশ্লিষ্ট বিষয় নিয়ে উপস্থিত কর্মকর্তাদের সাথে আলাপ করেন। সাতকানিয়া উপজেলাকে একটি সুন্দর ও পরিকল্পিত উপজেলাতে রুপ দেওয়ার জন্য তিনি বিভিন্ন দিক নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, বাবু রুপ কুমার নন্দী খোকন প্রমুখ।