প্রাতিষ্ঠানিক বেতনে উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়, পোস্টকোড-৪৩৮২, সাতকানিয়া, চট্টগ্রাম-এ বাংলা ও ইংরেজিতে পারদর্শী স্নাতক পাশ ৩জন সহকারি শিক্ষক ও ফজিল পাশ ১জন ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগ করা হবে। যোগ্য শিক্ষককে উপযুক্ত সম্মানী প্রদান করা হবে। আবেদনের শেষ তারিখ: ২০.০৯.২০১৮খ্রি:
মনজুর কাদের, প্রধান শিক্ষক
নং-২০১৮৯০৬০১৭সি/৪০