উখিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো ৪ জনের

কক্সবাজারের উখিয়ায় একটি ট্রাকের নিচে চাপা পড়ে শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
সোমবার সকালে উখিয়ার বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত ) খায়রুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালিতে যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে একটি সিএনজিকে ধাক্কা দেয়। এসময় সিএনজি যাত্রী তিন নারীসহ এক কিশোর গুরুতর আহত হন ও সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। পরে তাদেরকে আহত অবস্থায় উখিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনায় আক্রান্ত বাস,ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে।