ইসলামী ব্যাংকের উদ্যোগে সাতকানিয়া পৌর উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সাতকানিয়া শাখার উদ্যোগে গত ১১ ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকায় আর্থিক অন্তরভুক্তিকরণে বিশেষ ক্যাম্পেইন এর অংশ হিসাবে সাতকানিয়া পৌর উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়ার পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের এফএভিপি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সাতকানিয়া শাখা প্রধান মোহাম্মদ ফেরদৌস। এছাড়াও উপস্থিত ছিলেন মো. নুরুল হক কাউন্সিলর ২নং ওয়ার্ড, মোহাম্মদ সাইফুল ইসলাম কাউন্সিলর ৬নং ওয়ার্ড, নেচার উদ্দীন আহমদ চৌধুরী কাউন্সিলর ৯নং ওয়ার্ড, মহিলা কাউন্সিলর শিকু আরা বেগম, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় সাতকানিয়ার পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের বলেন, পড়ালেখার পাশাপাশি ভবিষ্যত গড়ার প্রত্যয়ে সঞ্চয় করা ও প্রযুক্তির সাথে পরিচিতির মাধ্যমে দেশের সেরা ব্যাংক ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলার আহবান জানান। ব্যাংকের এফএভিপি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সাতকানিয়া শাখা প্রধান মোহাম্মদ ফেরদৌস ছাত্র-ছাত্রীদের মাঝে সঞ্চয় মানসিকতা গড়ে তুলতে ও ব্যাংকমূখী করার জন্য ষ্টুডেন্ট হিসাব সহ বিভিন্ন প্রডাক্ট নিয়ে আলোচনা করেন। মেয়র মহোদয় ছাত্র-ছাত্রীদের জন্য এধরনের উদ্যোগ গ্রহনের জন্য ব্যাংক কতৃপক্ষকে ধন্যবাদ জানান ও সকল ছাত্র-ছাত্রী যাতে স্টুডেন্ট হিসাব খুলে সে বিষয়ে সব্বোর্চ সহযোগতিার আশ্বাস প্রদান করেন।