গত ৫ সেপ্টেম্বর বুধবার সাতকানিয়ায় ইসলামী ব্যাংকের কেরানীহাট শাখার উদ্যেগে বৃক্ষরোপন অভিযান ও চারা বিতরণ কর্মসূচী পালন করা হয়। বিকালে ঢেমশা আলমগির সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব মাহমুদ। শাখা ব্যবস্থাপক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সাতকানিয়া সাংবাদিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক শহীদুল ইসলাম বাবর ও শিক্ষিকা নাজমা বেগম।