ইসকনের সংবর্ধনা সভায় ব্যারিস্টার নওফেল আধ্যাত্মিক শিক্ষায় সমাজে অশুভ শক্তি বিনাশ করা যায়

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় দৃঢ় অঙ্গিকারবদ্ধ এবং বিভিন্ন ধর্মীয় বিশ্বাসীদের মাঝে সংলাপকে উৎসাহিত করে। ধর্মীয় সম্প্রীতিকে প্রাধান্য দেয়ায় একে অপরের সঙ্গে সুসম্পর্ক ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখছে। সমাজ থেকে অশুভ শক্তিকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন এই ধরণের সেমিনার সহ জনশিক্ষামূলক কার্যক্রম। সরকার আসাম্প্রদায়িক চেতনা নিয়ে প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনে উৎসাহ প্রদান করে। আমরা সর্বদাই যথার্থ নিরাপত্তা বিধানের প্রচেষ্টা করছি যাতে সকলেই সাবলীলভাবে ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারে। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি গতকাল শনিবার পর্যটন কর্পোরেশন মোটেল সৈকতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) চট্টগ্রাম আয়োজিত বিশাল গণসংবর্ধনা ও ইসকন প্রচার বিভাগের ৩ দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। এতে আশীর্বাদক ছিলেন ইসকনের হেডকোয়ার্টার ভারতের মায়াপুর হতে আগত ইসকনের অন্যতম সন্যাসী ও জিবিসি ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজ, কলকাতা ইসকন মন্দিরের পরিচালক অনঙ্গমোহন দাস ব্রহ্মচারী, মায়াপুর ভক্তিবেদান্ত গীতা একাডেমির পরিচালক লক্ষ্মী গৌবিন্দ দাস ব্রহ্মচারী, ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, যুগ্ম সাধারণ সম্পাদক জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, ইসকন বিভাগীয় সম্পাদক শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, রাধাগৌবিন্দ দাস ব্রহ্মচারী, রসপ্রিয় গৌর দাস ও নিতাই গৌরাঙ্গ দাস। ইস্কন নন্দনকানন রাধামাধব মন্দির ও গৌরনিতাই আশ্রমের অধ্যক্ষ শ্রীপাদ পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অকিঞ্চন গৌরদাস, তারন নিত্যানন্দ দাস, মুকুন্দভক্তি দাস, অপূর্ব মনোহর দাস, শেষরুপ দাস, সুবল সখা প্রেম দাস, বলরাম করুণা দাস প্রমুখ।