চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে রোববার। নগরীর সিআরবি সড়কের হল টুয়েন্টিফোর কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এদিন সিআইইউর বিভিন্ন অনুষদের ১৮০ জন ডিগ্রিধারী সনদ গ্রহণ করবেন।
বিশেষ অতিথি হিসেবে এতে আরোও উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। সমাবর্তন বক্তা হিসেবে এতে বক্তব্য রাখবে বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক শিক্ষামন্ত্রী ও আইইউবি’র প্রেসিডেন্ট ইমেরিটাস ড. এ মাজিদ খান।
অনুষ্ঠানে সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান তৌহিদ সামাদ, ইএসটিসিডিটির চেয়ারম্যান আব্দুল হাই সরকার, উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী উপস্থিত থাকবেন।