ইনজুরির কবলে তামিম

গত কাল ১৫ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েগেছে এশিয়া কাপের প্রথম পর্ব বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ। এশিয়া কাপের শূরু খুব চমৎকার ভাবেই শুর করেছে বাংলার টাইগাররা একদিকে আনন্দে উদ্ভাসীত সারা দেশ আপর দিকে এশিয়া কাপের শুরুতেই বড় ধরনের দুঃসংবাদ শুনতে হলো বাংলাদেশ দলকে। টাইগারদের ব্যাটিং লাইনআপের ‘ভিত্তি’ বলা হয় যাকে, সেই ওপেনার তামিম ইকবাল বাঁ হাতের কবজিতে চোটের কারণে একেবারে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েছেন। শনিবার বিকেলে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নামার পরই ‘অনাকাঙ্খিত’ দৃশ্য দেখতে হয় বাংলাদেশকে। চোটের কারণে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন তামিম। দ্বিতীয় ওভারের শেষ বলে তিনি যখন ফিরছিলেন, তখন ব্যাটিং ইনিংসে মাত্র ৩ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। তবে ম্যাচের মাঝপথেই তামিমের ইনজুরির আপডেট দিয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, কবজিতে চোটের কারণে পুরো এশিয়া কাপই শেষ হয়ে গেছে তামিম ইকবালের। খানিকবাদেই ড্রেসিংরুমে প্লাস্টার করা বাঁ হাতে স্লিং বাঁধা অবস্থায় দেখা যায় তামিমকে। মাঠে নেমে তিনি মুশফিককেও সঙ্গ দেন।