ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চান খালেদা জিয়া : রিজভী

খালেদা জিয়াকে বিপর্যস্ত করতেই সুচিকিৎসা না দিয়ে নির্যাতন চালাচ্ছে সরকার। খালেদা জিয়া আগের চেয়ে অনেক অসুস্থ, ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকের অধীনে তিনি চিকিৎসা নিতে চান। কিন্তু সরকার প্রহসন করতে তাকে ব্যক্তিগত চিকিৎসক দিয়ে চিকিৎসা দিচ্ছেন না। জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে খারাপ এটা কীভাবে নিশ্চিত হলেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, পরিবারের সদস্যরা কিছুদিন পরপর খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তাদের মাধ্যমে আমরা তার অসুস্থতার কথা জানতে পেরেছি। এছাড়া সব সময় তো সোর্স প্রকাশ করতে হয় না।

রিজভী বলেন, আগে বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রতি সপ্তাহে দেখা করা যেত। এখন ১০ দিন পর পর দেখা করার নিয়ম করা হয়েছে। খালেদা জিয়ার জন্য সাক্ষাতের নতুন নিয়ম করা হয়েছে। বার বার প্রতিবাদ করলেও কারা কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না।

তিনি বলেন, সরকার বলছে কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপে বিএনপির লন্ডনের ষড়যন্ত্র ভেস্তে গেছে। কিন্তু বিএনপি কোনো ষড়যন্ত্র করেনি। যৌক্তিক আন্দোলনে আমাদের দলের সিদ্ধান্তের বিষয়ে আলাপ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বরং আপনারা কোটা সংস্কার চাননি। সেটা আন্দোলনের চাপের মুখে দাবি মেনে নেয়ায় পরাজয়ের গ্লানি অন্যদিকে প্রবাহিত করার জন্য এগুলো বলছেন।

বিএনপির এ নেতা আরও বলেন, ভিসির বাসায় হামলার কথা বলে আন্দোলন দিকভ্রান্ত করার চেষ্টা করেছেন এর আগে। এটা আরও প্রমাণিত হয়েছে রগ কাটা ছাত্রলীগ নেত্রী এশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে। এছাড়া ছাত্রদের দাবি মেনে নিলেও এখনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।

বেগম খালেদা জিয়া যেহেতু অসুস্থ এ অবস্থায় যদি জামিন না হয় সে ক্ষেত্রে প্যারোলে মুক্তি চাইবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগত দিক, আমাদের রাজনৈতিক আন্দোলন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরে জানানো হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, গোলাম আকবর খন্দকার, সহদপ্তর সম্পাদক মুনির হোসেন।